যেকোন বইয়ের ফ্রি পিডিএফ পেতে অনুগ্রহ করে আমাদের PDF Download সেকশনটি ভিজিট করুন। প্রতিনিয়ত নতুন নতুন বইয়ে সাজানো হচ্ছে আমাদের এই অনলাইন পাঠশালা। সাথে থাকার জন্য ধন্যবাদ।
আবু ইসহাকের সাহিত্যের পরিধি খুব বেশিদূর বিস্তৃত নয়। পাঠকের পরিচয় হয় তাঁর কিছু গল্পের মাধ্যমে। তবে দীর্ঘ সাহিত্যজীবনের তুলনায় তাঁর রচিত গল্পের সংখ্যা খুব বেশি নয়। গল্পগ্রন্থ লিখেছেন মাত্র দুটি ‘হারেম’ (১৯৬২) এবং ‘মহাপতঙ্গ’ (১৯৬৩)। ২০০১ সালে প্রকাশিত গ্রন্থ ‘স্মৃতিবিচিত্রা ও অগ্রন্থিত গল্প’কে অনেকেই গল্প সংকলন হিসেবে বিবেচনায় আনেন। কিন্তু ‘স্মৃতিবিচিত্রা ও অগ্রন্থিত গল্প’ বইটিতে আসলে তিনি নিজের জীবনের স্মৃতিই তুলে ধরেছেন নকশাধর্মী রচনার আদলে।
এছাড়া নির্বাচিত গল্প সমগ্র নামে একটি গল্প সংকলন পাওয়া যায় যেখানে তাঁর রচিত জনপ্রিয় কিছু গল্পকে একসাথে কর হয়েছে। পাঠকের সুবিধার্থে বইটির পিডিএফ নিচে সংযুক্ত করা হলো। চাইলে ডাউনলোড করেও পড়তে পারেন। ধন্যবাদ।
আরও পড়ুনঃ হারেম | গল্পগ্রন্থ | আবু ইসহাক | Harem by Abu Ishak PDF Download