Skip to content

আমাদের সম্পর্কেঃ

বইয়ের পাঠশালায় আপনাকে স্বাগতম। এটি একটি বই রিভিউ এবং বাংলা পিডিএফ বই পড়ার অনলাইন প্ল্যাটফর্ম। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে পৃথিবী যখন হাতের মুঠোয় তখন বই কেন শুধু লাইব্রেরিতেই থাকবে? লাইব্রেরির সেই বিশাল জায়গা এবং রক্ষণাবেক্ষণ সমস্যাকে সমাধান করেছে পিডিএফ বুক। আবার অনেকক্ষেত্রে দেখা যায় শত বছর আগে প্রকাশিত বইগুলোর এক কপিও বাজারে নেই। এসব সমস্যার একমাত্র সমাধান বইয়ের ডিজিটাল আর্কাইভ। আমাদের এই পাঠশালাকে একটি অনলাইন আর্কাইভ বলা যায় যেখান থেকে সকল বইয়ের পিডিএফ পড়তে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। যেকোন বইয়ের পিডিএফ বিনামূল্যে পড়তে আমাদের পাঠশালায় নিয়মিত ভিজিট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।

এই ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে আপনি সকল ধরণের বইয়ের রিভিউ, অডিওবুক, গল্পপাঠ, কবিতা, ছড়া, উপন্যাসপাঠ ও অন্যান্য টপিকের ব্লগ সহ শিক্ষণীয় অনেক ভিডিও এবং লেখা পড়তে পারবেন। যেকোন বইয়ের পিডিএফ সরাসরি পড়ার পাশাপাশি চাইলে সেই পিডিএফ ফাইলটি বিনামূল্যে ডাউনলোড করেও রাখতে পারবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটের সার্চ অপশন থেকে যেকোন বই / লেখকের নাম লিখে সার্চ করেও কাঙ্ক্ষিত বইটি পড়তে পারবেন। মেনুবার অথবা ক্যাটাগরি পেজ থেকে বইয়ের ধরণ / লেখক অনুসারে খোঁজে সেই বইয়ের রিভিউ অথবা পিডিএফ পড়তে পারেন। আমাদের ইমেইলে চাইলে নতুন কোন বইয়ের অনুরোধও করতে পারেন। আপনি নিজেও আমাদের পাঠশালায় বই রিভিউ, গল্প, কবিতা, ছড়া ইত্যাদি লিখতে পারবেন অথবা ইউটিউবে বুক রিভিউ এবং বাংলা অডিও বুক প্রকাশ করতে পারবেন। সেজন্য কন্টাক্ট পেজে আপনার আগ্রহের কথা উল্লেখ করে মেসেজ করুন অথবা আপনার লেখাটি ইমেইল করুন। শীঘ্রই আপনার লেখাটি প্রকাশ করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমগ্র বাংলা সাহিত্যকে একজায়গায় উপস্থাপন করার লক্ষ্যে কাজ করছে আমাদের এই অনলাইন পাঠশালা। আমরা নিজেরা কোন বইয়ের পিডিএফ তৈরি করিনা কিংবা পাঠকদেরকে পিডিএফ পড়তে উৎসাহও করছিনা। বইয়ের পাঠশালা বিশ্বাস করে পিডিএফ কখনো হার্ডকপির বিকল্প হতে পারেনা। তবে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে পাঠকদের কাছে ইবুক খুবই উপকারী। তাই অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বইয়ের পিডিএফ সংগ্রহ করে সেগুলোকে সহজে বইপ্রেমীদের মাঝে পৌঁছে দেয়াই আমাদের উদ্দেশ্য।

পাঠকদের কাছে সবসময় অনুরোধ, লেখক ও প্রকাশকের সম্মানার্থে অবশ্যই হার্ডকপি কিনে পড়ার অভ্যাস করবেন যেন লেখক ও প্রকাশকরা লেখা প্রকাশে আরও বেশি উৎসাহী হয়। কিছু কিছু ক্ষেত্রে পিডিএফ পাঠে স্বাচ্ছন্দ্যবোধ করলেও দীর্ঘ সময়ের জন্য পিডিএফ মোটেও আনন্দদায়ক নয়। আর সত্যিকারের পাঠকরা পিডিএফ এ সন্তুষ্টও নয়। তারপরও কোন লেখক / প্রকাশকের কোন বই সম্পর্কে আপত্তি থাকলে অনুগ্রহ করে সেই বইটি সম্পর্কে আমাদের কন্টাক্ট পেজে লিঙ্ক সহ মেসেজ দিন অথবা ইমেইলে বিস্তারিত লিখে যোগাযোগ করবেন। শীঘ্রই আমাদের টেনিক্যাল টিম আপনার দাবীটি সম্মানের সাথে নিষ্পত্তির ব্যবস্থা করবে। ধন্যবাদ।


আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলো হচ্ছেঃ

চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যোগ দিতে পারেনঃ


x
error: Content is protected !!