বইয়ের পাঠশালায় যেসব ইবুক প্রকাশ করা হয় সেগুলোর স্বত্বাধিকারী বইয়ের পাঠশালা নয়। বইগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে পাঠকদের মাঝে শেয়ার করা হয়। আমরা নিজেরা কোন ইবুক তৈরি করিনা কিংবা পাঠকদের ইবুক পাঠে উৎসাহও প্রদান করছিনা। বইয়ের পাঠশালা বিশ্বাস করে পিডিএফ কখনো হার্ডকপির বিকল্প হতে পারেনা এবং পাঠকরা পিডিএফ-এ সন্তুষ্টও নয়। আর দীর্ঘক্ষণ পড়ার জন্য পিডিএফ বই উপযোগীও নয়। যেসকল বই একদমই বাজারে পাওয়া যায়না সেক্ষেত্রে ডিজিটাল বই খুব প্রয়োজনীয়। অথবা বেড়াতে গিয়ে বা জার্নি করার সময় বই পড়তে পিডিএফ হতে পারে একটা ভালো সমাধান। বইয়ের পাঠশালা সবসময় পাঠকদের অনুরোধ করে হার্ডকপি কিনে পড়ার জন্য। এতে লেখক এবং প্রকাশকরা আরও বেশি অনুপ্রাণিত হবে এবং পাঠকরা নতুন নতুন লেখা পাবে। ইবুক শুধু বিশেষ কিছু ক্ষেত্রেই ব্যবহার করা উচিত।
তারপরও বইয়ের পাঠশালায় প্রকাশিত কোন বই সম্পর্কে যদি কোন অভিযোগ থাকে, বইটির স্বত্বাধিকার যদি আপনার হয়ে থাকে এবং আপনি এখানে বইটি প্রকাশে আপত্তি জানান তাহলে দয়া আপনার অভিযোগটি বিস্তারিত লিখে আমাদের কন্টাক্ট পেজে অথবা ইমেলে যোগাযোগ করবেন। আমরা আপনার অভিযোগটি সম্মানের সাথে বিবেচনা করবো এবং যত দ্রুত সম্ভব আপনার দাবীটি নিস্পত্তির ব্যবস্থা করবো। ধন্যবাদ।