যেকোন বইয়ের ফ্রি পিডিএফ পেতে অনুগ্রহ করে আমাদের PDF Download সেকশনটি ভিজিট করুন। প্রতিনিয়ত নতুন নতুন বইয়ে সাজানো হচ্ছে আমাদের এই অনলাইন পাঠশালা। সাথে থাকার জন্য ধন্যবাদ।
বইঃ কনফেশন
লেখকঃ মোহাম্মদ নাজিম উদ্দিন
প্রচ্ছদঃ সিরাজুল ইসলাম নিউটন
প্রকাশনীঃ বাতিঘর
মূদ্রিত মূল্যঃ ৩৬০ টাকা
রিভিউ করেছেনঃ Zakaria Minhaz
বদলে যেতে চেয়েছিলো পেশাদার খুনী বাস্টার্ড৷ কিন্তু যার নিয়তি বাঁধা খুনের মাঝে সে কি চাইলেও শোধরাতে পারে?? তাই আবারো সে মুখোমুখি হলো হোমিসাইড ডিটেকটিভ জেফরি বেগের। তবে এবার ছেড়ে কথা বলবে না ডিটেকটিভ। আবারো শুরু হওয়া চোর পুলিশের খেলায় নিজের জীবন নিয়েই সংশয়ে পড়ে গেলো পেশাদার খুনী বাস্টার্ড!!
পর্যালোচনাঃ
হতাশ!! এই একটাই অনুভূতি হয়েছে এই বইটা শেষ করার পর। Good, Great, Greatest মোটামুটি এই ক্রম অনুসারে সাজানো যায় সিরিজের প্রথম ৩টা বই কে। সেই তুলনায় সিরিজের ৪র্থ বইটা লাফ দিয়ে একেবারে Bad এর তালিকায় চলে গেছে আমার জন্য।
বইটা পড়ার সময় মনে হচ্ছিলো একই কাহিনীকে নতুন করে Remaster করা হয়েছে। সমস্যা হচ্ছে রিমাস্টার করার জন্য কাহিনীটা খুব বেশী পুরোনো ছিলো না। নেক্সাসের মতো সেই একই খুন, একই রকম ভাবে খুন থেকে কিডন্যাপিং কেস বের হওয়া, সেই একই ফোন ট্যাপিং!! ভিন্নতা এসেছে বইয়ের একদম মাঝ বরাবর এসে। আর সেই ভিন্নতাটা ছিলো আরো হতাশাজনক। কন্ট্রাক্ট এ পড়া বাস্টার্ড ওরফে বাবলু এর জীবন ইতিহাসের অনেকখানি আবারো তুলে আনা হয়েছে এই বইয়ে। সামান্য কিছু নতুন তথ্যের সংযোজন হলেও, মোটাদাগে জানা কাহিনী আবারো পড়তে গিয়ে বেশ বিরক্ত হয়েছি। ‘বাস্টার্ডের জামিনে বের হওয়া নিয়ে চাকুরী ছেড়ে দিতে চেয়েছিলো জেফরি বেগ’, এই লাইনটা সম্ভবত গত ২টা বইয়ে ৫/৬ বার আছে!! একেবারেই অযৌক্তিক ব্যাপার। অযথাই বইয়ের প্রায় ১০০/১৫০ পৃষ্টা বাড়ানো হয়েছে বলে মনে হয়েছে।
আরও পড়ুনঃ নেক্সাস মোহাম্মদ নাজিম উদ্দিন PDF রিভিউ | Nexus by Nazim Uddin
এর বাইরেও খারাপ লাগার মতো ব্যাপার হলো জেফরি বেগের মতো একজন হাইলি ট্রেনিং প্রাপ্ত ক্ষুরধার মস্তিষ্কের গোয়েন্দা কি না বেশ কয়েক জায়গায় বোকার মতো আচরণ করলো!! কিডন্যাপার ধরার জন্য যথারীতি ফোন ট্যাপিং ছাড়া তার মাথায় আর কোনো বুদ্ধিই কি নেই?? আর বাবলুও সেই সেইম কন্ট্রাক্টের মতো একই পুরান ঢাকার গলি ঘুরে বেড়াচ্ছে সূত্রের আশায় এটাও বিরক্ত লেগেছে। এছাড়া ইন্টারোগেশন রুমের যে চিত্র এখানে বাস্টার্ড এর কাহিনী বলে শেষ করা হয়েছে, সেটাও বেশ ম্যাড়মেড়ে মনে হয়েছে। এই জাতীয় সিকুয়েন্স গুলা বুদ্ধির খেলা হিসাবে বেশ সুন্দরভাবে ফুটানো যায়। অথচ এখানে সাদামাটা এক “কনফেশন” এর মাঝেই শেষ করা হয়েছে। এন্ডিংটাও হয়েছে অতি নাটকীয়, একেবারে ফিল্মী স্ক্রিপ্ট অনুসারে।
পুরো বইতে ভালো লাগার মতো সত্যি বলতে কিছুই ছিলো না। একদম নতুনত্ত্ব এবং বিশেষত্ব বিহীন বই। নিয়তি নিয়ে বলা একটা ফিলোসোফিক্যাল থিওরি ছাড়া ভালো আর কিছুই পাইনি এই বইয়ে। মনে হচ্ছে টাকা খরচ করে কন্ট্রাক্ট আর নেক্সাসের জোড়াতালি দেয়া একটা বই কিনেছি। যেটা পড়ে সময়ের অপচয় ছাড়া আর কিছুই হয়নি আমার।
চরিত্রায়নঃ
উমা নামের যে মেয়েটা কন্ট্রাক্টে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এমনকি নেক্সাসেও তার ছোটো ক্যামিওটুকু ছিলো বইয়ের উল্লেখযোগ্য অংশ। সেই উমা কে এখানে স্রেফ ছুড়ে ফেলা হলো। অথচ আমি মুখিয়ে ছিলাম উমা এবং রেবা চরিত্র দুটির ব্যাপারে আরো বেশী কিছু জানতে। আগের বইয়ের রমিজ লস্কর এখানে পুরোপুরি উধাও, সেই জায়গায় সৈকত নামের নতুন একজনের আগমন। জামানের ভূমিকাও তথৈবচ। না কিডন্যাপার, না দিহানের বাবা কাউকেই ভালোভাবে ইন্ট্রিডিউস করা হয়নি। দিহানের মায়ের চরিত্রটুকুই একমাত্র ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুনঃ নেমেসিস নাজিম উদ্দিন PDF রিভিউ | Nemesis Book Summary
প্রোডাকশনঃ বেশকিছু বানান ভুল, তাও কি না দশম এডিশনে এসে!! এটা মানা যায় না। এডিশন শুধু বের করলেই হয় না, সেটার খুঁটিনাটি ভুল ভ্রান্তি গুলা শোধরাতেও হয়। প্রচ্ছদ মোটামুটি মানের। বাকী বাইন্ডিংস, পেইজ কোয়ালিটি অবশ্য ভালোই ছিলো।
রেটিংঃ ৫/১০ (কন্ট্রাক্ট আর নেক্সাস পড়ার পর ৫/৭ বছরের গ্যাপে এই বইটা পড়লে হয়তো ভালোই লাগবে। কিন্তু পিঠাপিঠি একদম নতুনত্ত্ব বিহীন বইটা সিরিজের অন্তর্ভুক্ত হওয়ার কোনো কারন খুঁজে পাইনি আমি)
পরিশিষ্টঃ নেমেসিস জেফরি বেগ এর, কন্ট্রাট বাস্টার্ডের, এরপর নেক্সাস আবার বেগ এর, এবার কনফেশনটা বাস্টার্ড এর করি, এই প্যাটার্ন ধরে রাখতে চাওয়াটা ভুল কিছু নয়। ভুল হলো প্যাটার্ন ধরতে গিয়ে জেফরি বেগ এর মতো গোয়েন্দাকে বেকুবের মতো উপস্থাপন করা। যেহেতু “করাচি” প্রিক্যুয়েল তাই আশা করবো “নেক্সট” এ এসে সকল আক্ষেপ মিটিয়ে দিবেন লেখক। শুধু সিরিজ কন্টিনিউ করার জন্য বই বের না করলেই ভালো হয়।
আরও পড়ুনঃ বেগ বাস্টার্ড সিরিজ রিভিউ | Beg Bastard Series PDF | Nazimuddin