Skip to content
Home » শ্রেষ্ঠ গল্প | আবু ইসহাক | রিভিউ | Srestho Golpo by Abu Ishak | PDF

শ্রেষ্ঠ গল্প | আবু ইসহাক | রিভিউ | Srestho Golpo by Abu Ishak | PDF

শ্রেষ্ঠ গল্প আবু ইসহাক বই রিভিউ PDF

যেকোন বইয়ের ফ্রি পিডিএফ পেতে অনুগ্রহ করে আমাদের PDF Download সেকশনটি ভিজিট করুন। প্রতিনিয়ত নতুন নতুন বইয়ে সাজানো হচ্ছে আমাদের এই অনলাইন পাঠশালা। সাথে থাকার জন্য ধন্যবাদ।

Redirect Ads

সূর্য দীঘল বাড়ি” উপন্যাসটি পড়েনি এমন পাঠক খুজে পাওয়া দুষ্কর। অনেকেই জানেন যে আবু ইসহাকের প্রথম উপন্যাস হচ্ছে সূর্য দীঘল বাড়ি। উনি মাত্র একুশ বছর বয়েসে উপন্যাসটি লিখেছিলেন৷ কিন্তু তখন সেটা প্রকাশ হয়নি৷ আসলে কেউ প্রকাশ করেনি৷

এরপর তিনি লিখলেন “জাল“। গোয়েন্দা থ্রিলার৷ অথচ তখন প্রকাশ পেয়ে গেল “সূর্য দীঘল বাড়ি“৷ হয়ত নিয়তি এমনই ছিল। আর বইটি বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য বই হয়ে গেল।

আবু ইসহাকের লেখালিখির বয়স যদি ধরা হয় তবে সেটা ৫০/৬০। তবে তিনি এই কত বছরে কতটুকু লিখেছেন সেটার হিসেবে কি লিখেছেন সেটাই অনেক বেশি দেখার৷ তিনি এই লেখক জীবনে লিখেছেন দুটি উপন্যাস, দুটি গল্পগ্রন্থ, একটি রহস্যোপন্যাস, একটি স্মৃতিকথা। এটা কে কি আমরা অপ্রতুল বলতে পারি৷

Download Now

না, কারণ তার লেখনিতে উঠে এসেছে সমাজ ও বাস্তবতার চিত্র। প্রতিটি লেখা গল্প যেন জীবনের প্রতিচ্ছবি৷ যেন বলে দিচ্ছে হ্যা সমাজ এমনই।

আরও পড়ুনঃ নির্বাচিত গল্প সমগ্র | আবু ইসহাক | Nirbachito Golpo Somgro | PDF

“শ্রেষ্ঠ গল্প” বইটিতে বারোটি গল্প স্থান পেয়েছে। এদের মধ্যে “জোক” এবং “মহাপতঙ্গ” গল্প দুটি রয়েছে। আমি স্কুলে থাকাকালিন এই গল্প দুটি পড়েছিলাম। এছাড়া বর্ণচোর, আর্বত, উত্তরণ, বনমানুষ, হারেম সহ অনেক গুলো গল্প রয়েছে৷

Download Now

প্রতিটি গল্প ভিন্ন। লেখক প্রতিটি গল্পকে মানুষের সামনে তুলে ধরেছেন আলাদা ভাবে। লেখক বোঝাতে চেয়েছেন সমাজ ব্যবস্থা, বাস্তবতা ও পরিস্থিতি মানুষ কে অনেক পরিবর্তন করে দেয়। লেখকের সবচেয়ে বড় সার্থকতা এই গল্প গুলো বর্তমান সময়ে এসেও ঠিক একই ভাবে গভীর দর্শন, বাস্তবতা ও সময়কে বর্নণা করে চলেছে৷

Tags:
x
error: Content is protected !!