যেকোন বইয়ের ফ্রি পিডিএফ পেতে অনুগ্রহ করে আমাদের PDF Download সেকশনটি ভিজিট করুন। প্রতিনিয়ত নতুন নতুন বইয়ে সাজানো হচ্ছে আমাদের এই অনলাইন পাঠশালা। সাথে থাকার জন্য ধন্যবাদ।
‘হারেম’ গল্পগ্রন্থে স্থান পেয়েছে গ্রামীণ সমাজ, ভাষাপ্রীতি, কুসংস্কারকে উপজীব্য করে লেখা দশটি গল্প। পাঠক অবাক হবেন যখন দেখবেন এই গল্পগুলো ১৭ বছরব্যাপী রচিত। তিনি গ্রন্থভুক্ত ‘দাদীর নদীদর্শন‘ গল্পটি লিখেছেন ১৯৮৫ সালে, আবার ‘কানাভুলা‘ গল্পটি লিখেছেন ১৯৬২ সালে। মূলত শুধু গল্পই নয়, যে কোনো রচনা নিয়ে তিনি দীর্ঘ সময় কাজ করতেন। কম লিখেছেন কিন্তু সময় নিয়ে লিখেছেন। আমরা দেখি তিনি তার দেশনন্দিত ‘সূর্য দীঘল বাড়ি‘ উপন্যাস লিখতে চার বছর সময় নিয়েছিলেন।
‘হারেম‘ গল্পগ্রন্থটির অধিকাংশ গল্পেই বর্ণিত হয়েছে মাজার ব্যবসায়ী, ধর্মান্ধ, কুসংস্কারে আচ্ছন্ন এক শ্রেণির মানুষের যাপিত জীবনের প্রবাহমানতার কথা। এ যেন সৈয়দ ওয়ালীউল্লাহ‘র ‘শস্যের চেয়ে টুপি বেশি‘ বিশিষ্ট সমাজের কথা। তবে এসবের সঙ্গে আবু ইসহাক তুলে ধরেছেন ভাষা আন্দোলন, প্রবাস জীবনের কাতরতা, অপসংস্কৃতি এবং সর্বোপরী তৎকালীন মানুষের জীবন, সংগ্রাম, বিশ্বাস, চিন্তা–চেতনার কথা।
আবু ইসহাকের গল্প বলার কৌশলও তৎকালের বিচারে অভিনব ও আনকোরা। তার গল্প পাঠে মনে হয় আমাদেরই কেউ একজন পাশে বসে পরম মমতায় সহজ–সরল ভাষায়, রাক–ঢাক না রেখে দ্ব্যর্থহীনভাবে গল্প বলছেন। এই বলাকে আমাদের কৃত্রিম মনে হয় না বরং অনুভূত হয় গল্পের চরিত্ররা আমাদের দৃষ্টিগোছর হচ্ছে, আমরা যেন তাদের কথা, ভাবভঙ্গি, সরলতা, চতুরতা, হতাশা, দুঃখ–কষ্টগুলো উপলব্ধি করতে পারছি। এই সময়ে এসে বলা চলে আবু ইসহাকের বলার এমন সহজ অথচ নান্দনিক ভঙ্গিই তার গল্পকে এখনো টিকিয়ে রেখেছে এবং আগামীতেও যে রাখবে সে ব্যাপারে দ্বিধাহীন থাকা যায়। দেরি না করে এখুনি পড়ে ফেলুন গল্পগ্রন্থটি।
আরও পড়ুনঃ নির্বাচিত গল্প সমগ্র | আবু ইসহাক | Nirbachito Golpo Somgro | PDF