যেকোন বইয়ের ফ্রি পিডিএফ পেতে অনুগ্রহ করে আমাদের PDF Download সেকশনটি ভিজিট করুন। প্রতিনিয়ত নতুন নতুন বইয়ে সাজানো হচ্ছে আমাদের এই অনলাইন পাঠশালা। সাথে থাকার জন্য ধন্যবাদ।
ব্যস্থতার মাঝে বর্তমানে তেমন একটা বই পড়া হয়না। এ বছরে মোট ৫টি বই পড়া হয়েছে আর সেগুলোর সংক্ষিপ্ত বুক রিভিউ বাংলা লিখে নিচে তুলে ধরলাম। আগে কখনো এরকম রিভিউ লিখা হয়নি। তাই খুবই সাধারণ মানের লিখা….. ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইলো…….
১) অবরোধবাসিনীঃ
এটি লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এ উপন্যাসে বেগম রোকেয়া মূলত পর্দাপ্রথার নামে মুসলিম নারীদের মাঝে প্রচলিত গোঁড়ামি তুলে ধরেছেন। এখানে কোথাও তিনি পর্দাপ্রথার বিরুদ্ধে কোনো কিছু বলেননি। শুধু এটাই দেখাতে চেয়েছেন যে পর্দাপ্রথার নামে কীভাবে কুসংস্কার লালন করা হয় মুসলিম সমাজে! তাঁর মতে, পর্দাপ্রথা অবশ্যই পালনীয়। তবে মানুষের জীবনের চাইতে কখনওই পর্দাপ্রথা বেশি গুরুত্বপূর্ণ নয়। জীবন যেখানে নিজেই অস্তিত্ব সংকটে, সেখানে পর্দাপ্রথা পালনে বেশি জোর দেয়া বোকামি ছাড়া আর কীইবা হতে পারে!!! বেগম রোকেয়ার অনবদ্য রচনাশৈলীতে এ ব্যাপারটি অত্যন্ত হাস্যরসের সাথে উঠে এসেছে বাস্তব উদাহরণ নির্ভর এ উপন্যাসে। [Download]
২) ছেলেবেলাঃ
বইটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে লেখক তার বাল্যজীবনের স্মৃতি তুলে ধরেছেন। বিশেষ করে তৎকালীন পরিবার ব্যবস্থার সাথে বর্তমান পরিবার ব্যবস্থার তফাৎ অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে এ লেখাটিতে। পাশাপাশি বর্তমান স্কুল ও গৃহশিক্ষক নির্ভর শিক্ষাব্যবস্থার সাথে আগেকার স্বশিক্ষার পার্থক্য এ রচনাটিতে ফুটে উঠেছে। বর্তমানে শিক্ষা একপ্রকার জোর করে গেলানো হয়, যা আগে ছিল না। এ ব্যাপারটির উপরে মূল ফোকাস করা হয়েছে। কবিগুরুর অতুলনীয় বাচনভঙ্গি এ রচনাটিতে যোগ করেছে নতুন মাত্রা! [Download]
৩) মেজদিদিঃ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অন্যতম জনপ্রিয় একটি উপন্যাস মেজদিদি। এখানে একজন মমতাময়ী ভগিনীর ছবি আমরা দেখতে পাই। এ উপন্যাসে আমরা দেখতে পাই যে মেজবৌ একটু মুখরা টাইপের নারী…… সে তার বক্তব্য সরাসরি মুখের উপরে বলে দিতে পারে। প্রচলিত সমাজব্যবস্থার বিপরীতে যারা লগি ঠেলতে অভ্যস্ত, সে তাদেরই একজন। একজন অনাথ শিশুকে সকল প্রকার অন্যায় অবিচার থেকে রক্ষা করে তাকে নিজের সন্তান সমতূল্য করে তুলতে তাকে অনেক বেগ পেতে হয়। নিজের নিকটজনদের সাথে প্রতিনিয়ত তাকে একাই লড়াই করে যেতে হয়। একদিকে সে যেমন একজন মমতাময়ী জননীর প্রতিচ্ছবি, অন্যদিকে সে আবার একজন অভঙ্গুর, দৃঢ়চেতা একজন নারীযোদ্ধাও বটে।এ ব্যাপারটি উপন্যাসে অত্যন্ত সাবলীল ভাবে ফুটিয়ে তোলার কাজটি করেছেন শরৎবাবু! [Download]
আরও পড়ুনঃ পরিণীতা উপন্যাস রিভিউ PDF Download | শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৪) চার অধ্যায়ঃ
এটি লিখেছেন রবি ঠাকুর। এ উপন্যাসে তৎকালীন ভারত উপমহাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ফুটে উঠেছে। পাশাপাশি প্রকট হয়ে উঠেছে মানব-মানবীর প্রেম, যা রাজনৈতিক অস্থিতিশীলতাকে ছাপিয়ে গেছে! এক কথায়,কখনো কখনো মানুষের ব্যক্তিগত স্বার্থের চাইতে জাতীয় স্বার্থ যে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠে, এই ব্যাপারটিই এখানে বেশ স্পষ্ট হয়েছে। [Download]
৫) জননীঃ
মানিক বন্দোপাধ্যায়ের অনবদ্য এক উপন্যাসের নাম জননী! এ উপন্যাসে একজন নারীর জীবনচিত্র ফুটে উঠেছে। এ উপন্যাসে ঔপন্যাসিক দেখিয়েছেন, কীভাবে একজন নারী তার সর্বস্ব ত্যাগ করে সাংসারিক স্বার্থ রক্ষা করে। পাশাপাশি তিনি এটাও দেখিয়েছেন যে, একজন নারী কীভাবে ধীরেধীরে একজন জননী হয়ে উঠতে পারে!! সবমিলিয়ে, অসাধারণ এক রচনা! [Download]
কষ্ট করে সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। বইগুলোর পাশে Download অপশন দেয়া আছে চাইলে পিডিএফ ডাউনলোড করে পড়ে নিতে পারেন। সকল ধরণের পিডিএফ এবং বুক রিভিউ বাংলা ভাষায় পড়তে বইয়ের পাঠশালার সাথেই থাকুন। ধন্যবাদ ও শুভ কামনা।